জীবনসঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে নানা মিথ প্রচলিত রয়েছে। নর-নারী আজীবনের জন্য এমন একজন সঙ্গী বা সঙ্গিনী পেতে চান যিনি তার আত্মা ও প্রাণের সঙ্গে মিশে যাবেন এবং 'সোলমেট' হয়ে উঠবেন। কিন্তু 'সোলমেট' এর অস্তিত্ব আসলে নেই। অন্তত এমনটিই বোঝানো হয়। তা ছাড়া এ বিষয়টি নিয়ে এমন সব গল্প বা উপদেশ প্রচলিত রয়েছে যা বিশ্বাস করলে হিতে বিপরীতটিই ঘটে এবং এসবের কোনো বাস্তব ভিত্তি নেই। এখানে এমনই ৯টি প্রচলিত ধারণার কথা বলা হলো যা বিশ্বাস করার কোনো যৌক্তিকতা নেই।
১. একজনই আছেন : প্রচলিত জনশ্রুতিগুলোর অন্যতম একটি হলো, আপনার সত্যিকার প্রাণের মানুষ এই পৃথিবীতে একজনই আছেন। আর এ কারণেই অনেকে মনের মতো মানুষটিকে পছন্দ করতেও দ্বিধা করেন। আবার বিচ্ছেদের পর বা সঙ্গী-সঙ্গিনীর অবর্তমানে তারা অন্য কাউকে সোলমেট বলে বিশ্বাস করেন। আসলে সোলমেট এমন একজন যিনি আপনাকে সম্পূর্ণ করেন। সে হতে পারে কাছের বন্ধু বা পরিবারের কেউ বা অন্য যে কেউ।
২. আর কিছুই প্রয়োজন নেই : এটি আরেকটি ভ্রান্ত ধারণা। আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীকে অবশ্যই ভালোবাসেন। কিন্তু তাকে ছাড়া জীবনের বাকি সবকিছু মূল্যহীন তা কিন্তু মোটেও ঠিক নয়। আপনার পরিবার, বন্ধুমহল, শখ বা ইচ্ছে পূরণের যথেষ্ট মূল্য রয়েছে।
৩. সম্পর্কস্থাপন বেশ সহজ : সম্পর্ক এমনিতেই হয় না। আবার একে এগিয়ে নিয়ে যাওয়াও সহজ কাজ নয়। দুজনের পারস্পরিক বোঝাপড়া, ত্যাগ এবং সমঝোতার মাধ্যমে সম্পর্ক পরিণত হয়। তাই কাউকে যদি সোলমেট হিসেবে মনে করে থাকেন, তবে তার সঙ্গে যে আপনার সম্পর্ক সহজেই হয়ে যাবে এবং তা খুব সহজেই গতিশীল থাকবে তা মনে করার কোনো কারণ নেই।
৪. দুজনেই পছন্দ একই : অনেক জুটি রয়েছেন যাদের পছন্দের যথেষ্ট মিল রয়েছে। আবার অনেক জুটির পছন্দের কোনো মিলই নেই। অথচ তারা সবাই দারুণ সম্পর্ক বয়ে বেড়াচ্ছেন। তাই সোলমেটের সঙ্গে আপনার পছন্দ এবং চাওয়া-পাওয়ার যে হুবহু মিল থাকবে, তা আশা করা বোকামি। সব মানুষই ভিন্ন এবং তাদের পছন্দও ভিন্ন হতে পারে। মূলত দুজনেরই দুজনের পছন্দের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে।
৫. সোলমেট জীবনসঙ্গী হবে : এমন কোনো কথা নেই। সোলমেট যে একমাত্র বিপরীত লিঙ্গে এমন কেউ হবেন যে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনী হবেন, তা মনে করার কোনো কারণ নেই। আপনার জীবনের পরিপূর্ণতা যে দান করবে তিনি আপনার সোলমেট হতে পারেন। এটা দাদা-দাদি থেকে শুরু কাছের বন্ধুও হতে পারেন।
৬. সোলমেট ছাড়া আপনি অর্ধ মানব : অর্থাৎ আপনার ব্যক্তিত্ব পূর্ণতা পাবে না একজন সোলমেট ছাড়া। এ পুরোপুরি অযৌক্তিক। আপনি আদতে যেমন মানুষ, সোলমেটকে ছাড়াও আপনি আসলে আগের মানুষটিই। আপনার মধ্যে কোনকিছুর কমতি নেই যা অন্য কেউ এসে পূরণ করে দেবেন। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এক ধরনের পরিপূর্ণতা আসতে পারে।
৭. ঠিক সিনেমার মতো : আপনার জীবনে সোলমেটের আগমন রোমান্টিক সিনেমার গল্পের মতো হয় না। রূপকথার গল্পে যে সোলমেটের কথা বলা হয়, তা রূপকথার মতোই কাল্পনিক। এসব সিনেমা সোলমেটের সংজ্ঞা নির্ধারণ করে না।
৮. সোলমেট কখনো প্রতারণা করেন না : সোলমেট প্রতারক হবেন তা কারো মন মানতে চায় না। অনেক প্রেমপূর্ণ সম্পর্কের মধ্যেও একজন আরেকজনের সঙ্গে প্রতারণা করতে পারেন। যেকোনো মানুষ আপনার সঙ্গে প্রতারণা করতে পারেন। কাজেই সোলমেট যে প্রতারণা করতে পারেন না, তা বিশ্বাস করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়।
৯. সোলমেট আপনার মনের কথা বোঝেন : সোলমেট যে জাঁদরেল মনোবিজ্ঞানী হবেন এমন কোনো কথা নেই। কাজেই আপনার মনের জটিল পরিস্থিতি তিনি নাও বুঝতে পারেন। একে-অপরকে বুঝতে হলে নিজেদের খোলাশা করতে হবে। কোনো বিষয় মনে চেপে রেখে আশা করা যাবে না যে, যদি আপনার সঙ্গী বা সঙ্গিনী সত্যিকার সোলমেট হয়ে থাকেন তাহলে সব বুঝে ফেলবেন। সূত্র : ইন্টারনেট
Categories:
জীবন যাপন
Read More