Showing posts with label জীবন যাপন. Show all posts
Showing posts with label জীবন যাপন. Show all posts

প্রাণের মানুষ নিয়ে প্রচলিত ৯টি ভুল ধারণা আজই পরিত্যাগ করুন

প্রাণের মানুষ নিয়ে প্রচলিত ৯টি ভুল ধারণা আজই পরিত্যাগ করুন


জীবনসঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে নানা মিথ প্রচলিত রয়েছে। নর-নারী আজীবনের জন্য এমন একজন সঙ্গী বা সঙ্গিনী পেতে চান যিনি তার আত্মা ও প্রাণের সঙ্গে মিশে যাবেন এবং 'সোলমেট' হয়ে উঠবেন। কিন্তু 'সোলমেট' এর অস্তিত্ব আসলে নেই। অন্তত এমনটিই বোঝানো হয়। তা ছাড়া এ বিষয়টি নিয়ে এমন সব গল্প বা উপদেশ প্রচলিত রয়েছে যা বিশ্বাস করলে হিতে বিপরীতটিই ঘটে এবং এসবের কোনো বাস্তব ভিত্তি নেই। এখানে এমনই ৯টি প্রচলিত ধারণার কথা বলা হলো যা বিশ্বাস করার কোনো যৌক্তিকতা নেই।
১. একজনই আছেন : প্রচলিত জনশ্রুতিগুলোর অন্যতম একটি হলো, আপনার সত্যিকার প্রাণের মানুষ এই পৃথিবীতে একজনই আছেন। আর এ কারণেই অনেকে মনের মতো মানুষটিকে পছন্দ করতেও দ্বিধা করেন। আবার বিচ্ছেদের পর বা সঙ্গী-সঙ্গিনীর অবর্তমানে তারা অন্য কাউকে সোলমেট বলে বিশ্বাস করেন। আসলে সোলমেট এমন একজন যিনি আপনাকে সম্পূর্ণ করেন। সে হতে পারে কাছের বন্ধু বা পরিবারের কেউ বা অন্য যে কেউ।
২. আর কিছুই প্রয়োজন নেই : এটি আরেকটি ভ্রান্ত ধারণা। আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীকে অবশ্যই ভালোবাসেন। কিন্তু তাকে ছাড়া জীবনের বাকি সবকিছু মূল্যহীন তা কিন্তু মোটেও ঠিক নয়। আপনার পরিবার, বন্ধুমহল, শখ বা ইচ্ছে পূরণের যথেষ্ট মূল্য রয়েছে।
৩. সম্পর্কস্থাপন বেশ সহজ : সম্পর্ক এমনিতেই হয় না। আবার একে এগিয়ে নিয়ে যাওয়াও সহজ কাজ নয়। দুজনের পারস্পরিক বোঝাপড়া, ত্যাগ এবং সমঝোতার মাধ্যমে সম্পর্ক পরিণত হয়। তাই কাউকে যদি সোলমেট হিসেবে মনে করে থাকেন, তবে তার সঙ্গে যে আপনার সম্পর্ক সহজেই হয়ে যাবে এবং তা খুব সহজেই গতিশীল থাকবে তা মনে করার কোনো কারণ নেই।
৪. দুজনেই পছন্দ একই : অনেক জুটি রয়েছেন যাদের পছন্দের যথেষ্ট মিল রয়েছে। আবার অনেক জুটির পছন্দের কোনো মিলই নেই। অথচ তারা সবাই দারুণ সম্পর্ক বয়ে বেড়াচ্ছেন। তাই সোলমেটের সঙ্গে আপনার পছন্দ এবং চাওয়া-পাওয়ার যে হুবহু মিল থাকবে, তা আশা করা বোকামি। সব মানুষই ভিন্ন এবং তাদের পছন্দও ভিন্ন হতে পারে। মূলত দুজনেরই দুজনের পছন্দের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে।
৫. সোলমেট জীবনসঙ্গী হবে : এমন কোনো কথা নেই। সোলমেট যে একমাত্র বিপরীত লিঙ্গে এমন কেউ হবেন যে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনী হবেন, তা মনে করার কোনো কারণ নেই। আপনার জীবনের পরিপূর্ণতা যে দান করবে তিনি আপনার সোলমেট হতে পারেন। এটা দাদা-দাদি থেকে শুরু কাছের বন্ধুও হতে পারেন।
৬. সোলমেট ছাড়া আপনি অর্ধ মানব : অর্থাৎ আপনার ব্যক্তিত্ব পূর্ণতা পাবে না একজন সোলমেট ছাড়া। এ পুরোপুরি অযৌক্তিক। আপনি আদতে যেমন মানুষ, সোলমেটকে ছাড়াও আপনি আসলে আগের মানুষটিই। আপনার মধ্যে কোনকিছুর কমতি নেই যা অন্য কেউ এসে পূরণ করে দেবেন। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এক ধরনের পরিপূর্ণতা আসতে পারে।
৭. ঠিক সিনেমার মতো : আপনার জীবনে সোলমেটের আগমন রোমান্টিক সিনেমার গল্পের মতো হয় না। রূপকথার গল্পে যে সোলমেটের কথা বলা হয়, তা রূপকথার মতোই কাল্পনিক। এসব সিনেমা সোলমেটের সংজ্ঞা নির্ধারণ করে না।
৮. সোলমেট কখনো প্রতারণা করেন না : সোলমেট প্রতারক হবেন তা কারো মন মানতে চায় না। অনেক প্রেমপূর্ণ সম্পর্কের মধ্যেও একজন আরেকজনের সঙ্গে প্রতারণা করতে পারেন। যেকোনো মানুষ আপনার সঙ্গে প্রতারণা করতে পারেন। কাজেই সোলমেট যে প্রতারণা করতে পারেন না, তা বিশ্বাস করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়।
৯. সোলমেট আপনার মনের কথা বোঝেন : সোলমেট যে জাঁদরেল মনোবিজ্ঞানী হবেন এমন কোনো কথা নেই। কাজেই আপনার মনের জটিল পরিস্থিতি তিনি নাও বুঝতে পারেন। একে-অপরকে বুঝতে হলে নিজেদের খোলাশা করতে হবে। কোনো বিষয় মনে চেপে রেখে আশা করা যাবে না যে, যদি আপনার সঙ্গী বা সঙ্গিনী সত্যিকার সোলমেট হয়ে থাকেন তাহলে সব বুঝে ফেলবেন। সূত্র : ইন্টারনেট
Read More

রেস্তোরাঁয় কম খরচে মানসম্মত খাওয়ার উপায়

রেস্তোরাঁয় কম খরচে মানসম্মত খাওয়ার উপায়

রেস্তোরাঁতে খেতে যান না এমন মানুষ বিরল৷ মাসে একবার দু’বার রেস্তোরাঁর স্বাদ পেতে চান সবাই৷ কিন্তু এখন রেস্তোরাঁতে খাওয়া মানেই বেশ অনেক টাকার ধাক্কা৷ খাবারের দাম যেন দিন দিন বেড়ে যাচ্ছে৷ কিন্তু তা বলে রেস্টুরেন্টে যাওয়া তো কমিয়ে দেওয়া যায় না! তাছাড়াও রয়েছে দৈনন্দিন প্রচুর খরচ৷ আর ভবিষ্যতের জন্য চিন্তা করে সবাই চায় কিছু পয়সা বাঁচাতে৷ রেঁস্তোরাতে খেতে গিয়েও আপনাকে খেয়াল রাখতে হয় সেসব কথা৷ তাই রেঁস্তোরাতে গিয়ে ভুড়িভোজের সঙ্গে কিভাবে বাঁচাবেন আপনার টাকা তারই কিছু টিপস রইল আপনার জন্য৷
১. কুপনের ব্যবহার
এখন বিভিন্ন শপিং মল বা ঘুরতে যাওয়া বা সিনেমার টিকিট এরকম অনেক কিছুর সঙ্গেই রেঁস্তোরার ডিসকাউন্ট কুপন পাওয়া যায়৷ কিন্তু আমরা বেশিরভাগ সময়ই ওই সব কুপনকে ফেলে দেই বা হারিয়ে ফেলি৷ ওই সব কুপন যত্ন করে রাখতে হবে৷ যখন রেঁস্তোরাতে যাবেন চেষ্টা করুন ওই সব কুপনগুলিকে ব্যবহার করতে৷ এতে বেশ অনেকটা টাকাই বাঁচে৷
২. অতিরিক্ত টিপস না দেওয়া
আপনার আর্থিক অনটন থাকলে বা বাজেটের অতিরিক্ত খাবারের বিল হলে চেষ্টা করুন টিপস না দেওয়ার৷ তাতে আপনার কিছু অর্থ বেচে যাবে৷
৩. ডিনারের বদলে লাঞ্চ করুন
কোনও অনুষ্ঠান উপলক্ষে রেঁস্তোরাতে পার্টি দিতে হলে চেষ্টা করুন লাঞ্চ পার্টি দিতে৷ একথা আমরা সবাই জানি যে লাঞ্চে অনেক রেস্টুরেন্টেই খরচ ডিনারের থেকে বেশ কিছুটা কম হয়৷
৪. ড্রিংক এড়ান
রেঁস্তোরাতে খাবার খান৷ কিন্তু ড্রিংক না নেওয়াই ভালো৷ কারণ, রেঁস্তোরার থেকে সাধারণ দোকানে আপনি কম দামে ড্রিংক পেতে পারেন৷ তাই রেঁস্তোরাতে ড্রিংক এড়িয়ে চলাই ভালো৷
৫. একসঙ্গে ভাগ করে খান
রেঁস্তোরার খাবার অনেক সময়ই এক প্লেটে একজনের জন্য অনেক বেশি হয়ে যায়৷ সেক্ষেত্রে আপনি একা রেঁস্তোরায় না গিয়ে কিছু বন্ধুবান্ধবের সঙ্গে রেঁস্তোরায় যেতে পারেন৷ তাতে আপনার খাবার ও বিল ভআগ করে নিতে পারবেন নিজেদের মধ্যে৷ তাতে আপনার অনেকটা শাস্রয় হবে৷
৬. পছন্দের কাস্টমার হয়ে যান
কলেজ, ইউনিভারসটি বা কর্মজীবনেও এমন অনেক রেঁস্তোরা থাকে যেখানে মআপনি প্রায়ই যান৷ এমন কিছু রেঁস্তোরাও রয়েছে যেখানে ঘনঘন আসা কাস্টমারদের খাবারে বেশি ছাড় দেন৷ মাসে কিছু বার একই রেঁস্তোরাতে গেলে সেই রেঁস্তোরাগুলি অনেকসময় স্কিম অনযায়ী ছাড় দিয়ে থাকে৷
৭. অফারের খেয়াল করুন
অনেক বিশেষ অনুষ্ঠানের সময় কিছু রেঁস্তোরা কাস্টমারদের কিছু অফার দেয়৷ সেইসব অফার খেয়াল করার চেষ্টা করুন৷
৮. ডেজার্ট এড়িয়ে চলুন
ড্রিংকের মতোই খাবারের পরে রেঁস্তোরা থেকে মিষ্টি বা আইসক্রিম না খাওয়াই ভালো৷ বরং রেঁস্তোরা থেকে বেড়িয়ে আপনি কোনও মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি বা আইসক্রিম খেতে পারেন৷ তাতে আপনার খরচ অনেকটা কমবে৷ 
Read More